ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে এমন হারে হতাশ সরফরাজ

প্রকাশিত: ১১:৪৯, ১৮ জুন ২০১৯

 ভারতের কাছে এমন হারে হতাশ সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে বহুল আলোচিত ম্যাচে চিরশত্রু ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৩৬/৫-এর জবাবে ৪০ ওভারে ৬ উইকেটে ২১২ রান করা পাকিরা হারে ৮৯ রানে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে টার্গেট ছিল ৩০২। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ ছিল না পাকিস্তানের। ১ উইকেটে ১১৭ রানের পর ১২৯ রানে যেতেই মোট ৫ উইকেট হারিয়ে বসে ‘আনপ্রেডিক্টেবল’ দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ ব্যাখ্যা করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। অধিনায়ক সরফরাজ আহমেদ খেলা শেষে বলেন, ‘আমরা টস জিতে যে পরিকল্পনা অনুসারে বোলিং করতে চেয়েছি সেটা পারিনি। তাছাড়া রোহিত শর্মা খুব ভাল ব্যাটিং করেছে। আমাদের পরিকল্পনা ছিল ওকে দ্রুত আউট করার। কিন্তু আমরা সেটা করতে পারিনি। পরাজয়ে এটা বড় কারণ।’ পাকিস্তান অধিনায়ক আরও যোগ করেন, ‘আমরা আর্দ্রতার কারণে দুই স্পিনারকে বেছে নিয়েছিলাম। কিন্তু আমাদের চেয়ে ভারতীয়রা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সফল হয়েছে।’ ভারতের বিপক্ষে পরাজয়ের টার্নিং পয়েন্ট নিয়ে সরফরাজ বলেন, ‘আমরা এক উইকেটে ১১৭ রান করার পর ২৪-২৭ এই চার ওভারে মাত্র ১২ রানের ব্যবধানে ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছি। সেটাই ছিল আমাদের পরাজয়ের টার্নিং পয়েন্ট।’ নিজেদের ব্যাটিংয়ের শুরুটা ভাল বললেও শেষপর্যন্ত এমন হারকে হতাশজনক বলেছেন পাকিস্তান অধিনায়ক। সরফরাজ বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই হতাশার ছিল এবং মনোবল ভাঙ্গার মতো একটি পরাজয়। আমরা খুব ভাল করছিলাম, বিশেষ করে যদি আপনি আমাদের ব্যাটিংয়ের কথা বলেন। এক উইকেট হারানোর পর বাবর ও ফখর জামানের জুটি দুর্দান্ত ছিল। কিন্তু পরবর্তীতে দ্রুত উইকেট হারানোয় আমাদের হারতে হয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোন বিভাগেই দলীয়ভাবে ভাল করতে পারিনি আমরা।’ ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের ‘হাইভোল্টেজ’ ম্যাচে এদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। ডানহাতি ব্যাটসম্যান উপহার দিয়েছেন ১৪০ রানের মনোমুগ্ধকর ইনিংস। হাসান আলির বলে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৩ বলের ম্যারাথন ইনিংসটিতে ১৪ চার ও ৩টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন ‘হিটম্যান’ খ্যাত এ উইলোবাজ। প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত। গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে চিরশত্রুদের বিপক্ষে ১১১ রানে অপরাজিত ছিলেন ওয়ানডেতে রেকর্ড সর্বাধিক তিন-তিনটি ডাবল সেঞ্চুরির মালিক। ইংল্যান্ডে চলতি বিশ্বকাপে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১১১ রানের ইনিংস, মাঝে অস্ট্রেলিয়া বিপক্ষে করেন ৫৭ রান। উল্লেখ্য, বিশ্বকাপে এ নিয়ে মোট সাতবারের দেখায় ভারতকে কখনোই হারাতে পারল না পাকিস্তান। পাঁচ ম্যাচে তিন হারে পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকা পাকিস্তানের জন্য বিশ্বকাপের সেমির পথ এখন বেশ দুরূহ। তাদের একমাত্র জয়টি আসে আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে। বৃষ্টিতে পরিত্যক্ত হয় শ্রীলঙ্কা ম্যাচ। হারে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার কাছে। রবিবার পরের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
×