ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার চেক জালিয়াতি মামলায় আসামি অধ্যক্ষ সিরাজ আদালতে

প্রকাশিত: ১০:৫৭, ১৮ জুন ২০১৯

 এবার চেক জালিয়াতি মামলায় আসামি অধ্যক্ষ সিরাজ আদালতে

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৭ জুন ॥ ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে সোমবার দুপুরে একটি চেক জালিয়াতি মামলায় আদালতে আনা হয়েছে। ফেনীর যুগ্মজেলা ও দায়রা জজ আদালতে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতের বিচারক অসীম কুমার দে সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৬ জুলাই বাদীর জেরাসহ অন্যান্য সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরার দিন নির্ধারণ করেন। সিরাজ উদদৌলা মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় চাজশীটভুক্ত আসামি হিসাবে ফেনী কারাগারে আছেন। উম্মুল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও উম্মুল কোরা ডেভেলপার কোম্পানির নামে প্রতিষ্ঠান করার কথা বলে ১০৯ জন সদস্য সংগ্রহ করেন সিরাজ উদদৌলা। সদস্যদের কাছ থেকে এক কোটি ৩৯ লাখ টাকা আদায় করেন সিরাজ উদদৌলা। পরবর্তীতে প্রতিষ্ঠান না করায় সদস্যরা তাদের টাকা ফেরত চাইলে সিরাজ উদদৌলা টাকা ফেরত দিতে টালবাহানা করেন। এ অবস্থায় সদস্যরা আবদুল কাইয়ুুম নামক এক সদস্যকে টাকা আদায় করার জন্য দায়িত্ব প্রদান করেন। সে হিসাবে ২০১৭ সালের ১৬ আগস্ট তারিখে আবদুল কাইয়ুমের নামে ১ কোটি ৩৯ লাখ টাকার চেক প্রদান করেন অধ্যক্ষ সিরাজ উদদৌলা। তিনি প্রস্তাবিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে এই চেক প্রদান করেন। ২০১৭ সালের ২৭ আগস্ট চেকটি ব্যাংকে নেয়া হলে এ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। তার প্রেক্ষিতে ২০১৭ সালের ৯ নবেম্বর ফেনীর আদালতে মামলা দায়ের করেন আবদুল কাইয়ুুম। মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে একমাত্র আসামি করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এ্যাডভোকেট এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
×