ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে দু’জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩০, ১৮ জুন ২০১৯

 বজ্রপাতে দু’জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ পঞ্চগড়ে বজ্রপাতে স্কুলছাত্র এক নীলফামারীতে এক বৃদ্ধা মারা গেছে। স্কুলছাত্রের নাম রায়হান হোসেন। সে স্থানীয় ময়নাদিঘি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। অন্যদিকে, নীলফামারীতে বজ্রপাতে ঝলসে গিয়ে মৃত্যু ঘটেছে বৃদ্ধা নূর বানুর। খবর স্টাফ রিপোর্টারের। পঞ্চগড় থেকে আমাদের সংবাদদাতা জানান, রায়হান বোদা উপজেলার ময়নাদিঘি ইউনিয়নের লতাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় রায়হান বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতের শিকার হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলফামারী ॥ নূর বানু (৬৫) নামের এক বৃদ্ধা বজ্রপাতে ঝলসে গিয়ে মারা গেছেন। সোমবার সকালের দিকে ঘটনাটি ঘটে জেলা সদরের খোকশাবাড়ী ইউনিয়নের সিংদই মাঝাডাঙ্গা গ্রামে। নিহতের স্বামী আফাদ আলী জানান, ঘটনার সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তার স্ত্রী বাড়ী সংলগ্ন পুকুরে গিয়ে পালিত হাঁস নিরাপদে সরিয়ে আনতে গেলে বজ্রপাতের শিকার হন। তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে পথেই তিনি মারা যান। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×