ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিএনপি ও স্বতন্ত্র কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ১০:১৪, ১৮ জুন ২০১৯

 বগুড়ায় বিএনপি ও  স্বতন্ত্র কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥  আহত ৫

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদর আসনের আসন্ন উপ-নির্বাচনের নির্বাচনী প্রচার নিয়ে সোমবার দুপুরে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায় বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- সিফাত সরকার, আব্দুল মামুন, মাসুদ ও সম্র্রাট। এ সময় মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাংচুর হয়। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শুণ্য ঘোষিত বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচন আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার দুপুরে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ গাড়ি বহর ও কর্মী সমর্থকদের নিয়ে পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনী প্রচারে গেলে স্বতন্ত্র প্রার্থী(আপেল প্রতীক) মোঃ মিনহাজ ও তার কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। স্বতন্ত্র প্রার্থী মিনহাজের বাড়ি ওই এলাকায়। এক পর্যায়ে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা চালায় বলে বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
×