ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামসাগর উদ্যানের তত্ত্বাবধায়কের বাড়িতে দুদকের অভিযান

প্রকাশিত: ১০:১৩, ১৮ জুন ২০১৯

 রামসাগর উদ্যানের তত্ত্বাবধায়কের বাড়িতে দুদকের অভিযান

সংবাদ প্রকাশের পর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ রামসাগর জাতীয় উদ্যানের গাছ চুরির সংবাদ জনকণ্ঠে প্রকাশের পর সোমবার সকালে উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিনের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। দুদক বলছে, সাম্প্রতিক ঘটনাসহ রামসাগর জাতীয় উদ্যান হতে বিভিন্ন সময়ে গাছ চুরি হয়েছে এমন সত্যতা ছাড়াও বন বিভাগের কর্মকর্তাদের গাছ চুরি করে স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হওয়ার সত্যতা পাওয়া গেছে। আর বন বিভাগ বলছে, বেআইনী কার্যক্রম করার অভিযোগে তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বন বিভাগের কর্মকর্তা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের কর্মকর্তারা জেলার উপশহরস্থ আব্দুস সালাম তুহিনের বাড়িতে অভিযান চালায়। পরে বাড়ি থেকে বের হয়ে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মোঃ আশিকুর রহমান জনকণ্ঠকে জানান, জাতীয় উদ্যানের সরকারী গাছ রাতের আঁধারে তত্ত্বাবধায়ক ও অন্যান্য কর্মকর্তাসহ কেটে আত্মসাতের প্রচেষ্টা হয়েছে। সরকারী গাড়িসহ আটক করা হয়েছে এবং দুদকের অভিযানে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে যা কমিশন বরাবরে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে।
×