ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বাসের ধাক্কায় ছাত্র-শিক্ষক নিহত

প্রকাশিত: ১০:০৯, ১৮ জুন ২০১৯

 নওগাঁয় বাসের ধাক্কায় ছাত্র-শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জুন ॥ মান্দায় বাসের ধাক্কায় দুই মোটরবাইক আরোহী শিক্ষক কামাল হোসেন (৪০) এবং ছাত্র সুমন (১১) নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নীলকুঠি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক কামাল হোসেন উপজেলার খুদিয়া ডাঙ্গা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে এবং ছাত্র সুমন সৈয়দপুর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে। কামাল হোসেন ও সুমন উপজেলার সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্র। জানা গেছে, মোটরবাইকযোগে ছাত্র সুমনকে সঙ্গে নিয়ে শিক্ষক কামাল হোসেন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি নামক স্থানে পৌঁছলে রাজশাহী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর ধামইরহাটে বালুভর্তি (মেসি) ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকসহ ৩ জন জখম হয়েছে। এম এম ডিগ্রী কলেজ সংলগ্ন উপজেলা পল্লী বিদ্যুত অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে অল্পবয়সী চালক চম্পট দেয়। সুন্দরগঞ্জে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম সুবর্ণদহ এলাকায় সোমবার দুপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আক্কাছ আলী (২২) নিহত ও অপর আরোহী রাজু মিয়া (২০) গুরুতর আহত হয়েছে। নিহত আক্কাছ আলী উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরান গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ জানায়, গাইবান্ধা শহর থেকে ছুটে আসা রংপুরগামী একটি ট্রাক পশ্চিম সুবর্ণদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আক্কাছ আলী মারা যায়। বান্দরবানে দুই শ্রমিক নিজস্ব সংবাদদাতা বান্দরবান থেকে জানান, থানচি উপজেলার বলিপাড়া এলাকায় সিমেন্ট বোঝাই পিক আপ গাড়ি খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। নিহতরা হলেন- উপজেলার বলিপাড়া ইউনিয়নের চাকমাপাড়ার বাসিন্দা সন্তোষ চাকমা (৩৫) এবং একই ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম (৪৪)। জানা যায়, সোমবার সন্ধ্যায় পিকআপ গাড়িটি বান্দরবান সদর থেকে সিমেন্ট বোঝাই করে থানচি উপজেলা সদরে যাচ্ছিল। দিনাজপুরে কলেজছাত্র স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হামিদ হাসান হিমু (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেল ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত হিমু দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকার আসলাম হোসেনের ছেলে ও কেবিএম কলেজের বিবিএ শেষ বর্ষের ছাত্র।
×