ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ১০:০৭, ১৮ জুন ২০১৯

 আওয়ামী লীগের  দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ জুন ॥ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে শহরের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান কালু খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার রাতে উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভার মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একটি নির্বাচনী মিছিল নিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। উভয়পক্ষের সংঘর্ষে পুরান বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রধান সড়কসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়। এরা হলেন স্বপন সরদার, ফোরকান আহমেদ, বাপ্পী কুন্ডু, শাহীন ও এনামুল হক। গুরুতর আহত অবস্থায় বাপ্পী কুন্ডুকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×