ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে চিকিৎসাধীন নার্সের মৃত্যু ॥ ভাংচুর

প্রকাশিত: ১০:০৩, ১৮ জুন ২০১৯

 রামেক হাসপাতালে  চিকিৎসাধীন নার্সের মৃত্যু ॥ ভাংচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন দিলারা খাতুন নামের এক নার্সের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মৃত্যু হয় তার। দিলারা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার নওডাঙা গ্রামের সবুজ আহমেদ মিঠুনের স্ত্রী। এ ঘটনায় রবিবার রাতে অন্য নার্সরা আইসিইউর দরজার কাঁচ ভাংচুর করেন। খবর পেয়ে হাসপাতাল বক্স পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বামী সবুজের অভিযোগ, তার স্ত্রীর মৃত্যু হয়েছে শনিবার দুপুরের আগেই। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে রবিবার সন্ধ্যায়। তিনি জানান, এর আগে সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার স্ত্রী দিলারাকে হাসপাতালে ভর্তি করেন সবুজ। এর পর অপারেশন থিয়েটারে নেয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দ্বিতীয় দফায় অপারেশনের পর দিলারা জ্ঞান হারিয়ে ফেলেন। তখন তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিন দিনে তার শরীরে ১৬ ব্যাগ রক্ত দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছিল, দিলারা জন্ডিসে আক্রান্ত। এছাড়া তার কিডনি নষ্টসহ রক্ত দূষিত হয়েছে। তিন দিনে চিকিৎসায় তারা প্রায় এক লাখ টাকা খরচ করেন। শনিবার থেকে তাদের রুগী দেখতে দেয়া হয়নি। রবিবার সন্ধ্যায় দিলারার মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতালের চিকিৎসকরা। সবুজের দাবি, দিলারার লাশ থেকে পানি বের হচ্ছে। এ থেকে তারা ধারণা করছেন, শনিবারই দিলারার মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তা গোপন রেখেছে।
×