ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্ড ছাড়বে ইউনিয়ন ক্যাপিটাল

প্রকাশিত: ০৯:৫৫, ১৮ জুন ২০১৯

 বন্ড ছাড়বে ইউনিয়ন ক্যাপিটাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদ ২০০ কোটি টাকার আনসিকিউরড সাবঅর্ডিনেটেড রিডেম্বল নন-কনভার্টেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানি প্রাইভেট প্লেসমেন্ট এই বন্ড ইস্যু করবে। ৭ বছর মেয়াদী বন্ডের প্রতিটি ইউনিটের ফেসভ্যালু ১ কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এই বন্ড ইস্যু করা হবে। এর আগে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএসইসির ৬১২তম সভায় কোম্পানির ২৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড রিডেম্বল নন-কনভার্টেবল বন্ড অনুমোদন দেয়া হয়। কিন্তু অনিবার্য কারণে কোম্পানির বোর্ড সভায় ২৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড রিডেম্বল নন-কনভার্টেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত বাতিল করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×