ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মৌলিক নাট্যদলের ‘সুবচন নির্বাসনে’ নাটকের অষ্টম মঞ্চায়ন কাল

প্রকাশিত: ০৯:৩১, ১৮ জুন ২০১৯

মৌলিক নাট্যদলের ‘সুবচন নির্বাসনে’ নাটকের অষ্টম মঞ্চায়ন কাল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মৌলিক নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘সুবচন নির্বাসনে’ নাটকের অষ্টম মঞ্চায়ন হবে আগামী বুধবার। দল সূত্রে জানা গেছে, আগামী বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ‘সুবচন নির্বাসনে’ নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। নির্দেশনা দিয়েছেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাজু আহমেদ। ‘সুবচন নির্বাসনে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সোহেল আহমেদ খান, সাজু আহমেদ, সজল মাহমুদ, তুষার খান, শাওন আহমেদ, কানিজ ফাতেমা, ইতি আক্তার হিরা, রিয়াজ আহমেদ, কবীর শামীম প্রমুখ। মঞ্চ ব্যবস্থাপনায়, নয়ন নাহা, মাহীমা হাসান মাহী, সাথী আহমেদ ও রাব্বী হাসান। সঙ্গীত হাসান সিদ্দিকী, পোশাক পরিকল্পনায় কানিজ ফাতেমা। নাটকের প্রযোজনা অধিকর্তা সাজু আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান। সার্বিক সহযোগিতায় উপদেষ্টা মামুনুর রশীদ মামুন। প্রসঙ্গত, ঢাকার মঞ্চে অন্যতম নন্দিত নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল-এর মধ্যে পাঁচটি নাটক মঞ্চে এনেছে। এর মধ্যে তিনটি মঞ্চ নাটক এবং দুটি পথনাটক। ঢাকা মৌলিক নাট্যদল প্রযোজিত মঞ্চনাটকগুলো হলো ‘বৃত্তে বিপ্রতীপ’, ‘অংকুর’ এবং ‘সুবচন নির্বাসনে’। পথনাটকগুলো হলো ‘পাথর’ এবং ‘এই পিরিতি সেই পিরিতি নয়’। এদিকে চলতি বছর আরও নতুন তিনটি নাটক মঞ্চে আনতে যাচ্ছে ঢাকা মৌলিক নাট্যদল। নতুন নাটকের নিয়মিত মহড়া চলছে। নতুন তিনটি নাটকেরই নির্দেশনা দিচ্ছেন দল প্রধান সাজু আহমেদ। অচিরেই নাটকগুলো মঞ্চস্থ হবে বলে দল সূত্রে জানা গেছে।
×