ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোলান মালভূমিতে ট্রাম্পের নামে ইহুদী বসতি

প্রকাশিত: ০৯:১৯, ১৮ জুন ২০১৯

 গোলান মালভূমিতে ট্রাম্পের নামে  ইহুদী বসতি

যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরে গোলান মালভূমিতে বিশ্বে একটি এলাকা গড়ে উঠেছে যা ট্রাম্প ও তার নামটির জন্য বিশেষ একটা অর্থ তুলে ধরবে বলে বলা হচ্ছে। এটি এক নীরব-নির্জন গ্রাম-যেখানে মচমচে খড়ের রোদে-পোড়া মাঠে দেখা যায় এক ডজনেরও কম ইসরাইলী বাসিন্দা। এখানে একটি বাস্কেট বল কোর্টের ফাটল-ধরা এ্যাসফল্টকে বাধাগ্রস্ত করছে আগাছাগুলো। কোর্টের জংধরা গর্তগুলো হেলে পড়েছে ফাটলের জন্য। ইসরাইলের পশ্চাদভূমি গোলান মালভূমিতে এ ইসরাইলী বসতিটি হয়ে ওঠেছে ট্রাম্প ব্র্যান্ড সাম্রাজ্যের এক পরবর্তী প্রাপ্তি। প্রায় অর্ধ শতাব্দী আগে যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দখল করা এ ভূমিতে বসতিটি হবে এ গ্রহে অত্যন্ত বিরোধপূর্ণ একটি রিয়াল এস্টেট। ইসরাইল দাবি করছে এ কৌশলগত আগ্নেয়গিরি মালভূমি তাদের যা জাতিসংঘের কাছে এক পরিহাসস্বরূপ এবং ইসরাইলের এ দাবি কখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। গোলান উচ্চভূমিতে ইসরাইলী বসতি গড়ে তোলার বিষয়টি বৈশ্বিকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে কয়েক দশক ধরে। ট্রাম্প বিষয়টি শোনার আগ পর্যন্ত এবং এক টুইটে ইসরাইলী দাবির প্রতি স্বীকৃতি না দেয়া পর্যন্ত বিষয়টি এমনি অবস্থায় চলেছে। ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার কল্যাণকারী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের নামে একটি ইসরাইলী বসতির নামকরণ করবেন। ইসরাইলী প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ রবিবার ট্রাম্প বসতি উদ্বোধনের জন্য এ ক্ষুদ্র বসতিতে সমবেত হন এবং ‘রামাত ট্রাম্প’ বা ট্রাম্প মালভূমি লেখাসদৃশ একটি বিশাল বিলবোর্ড টানিয়ে দেয়। -ওয়েবসাইট
×