ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওষুধ কোম্পানিকে ৩০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:১৭, ১৮ জুন ২০১৯

 ওষুধ কোম্পানিকে ৩০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে র‌্যাবের পৃথক অভিযানে একটি ওষুধ কোম্পানিকে ত্রিশ লাখ টাকা জরিমানা ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং সংঘবদ্ধ সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেফতারের ঘটনা ঘটেছে। সোমবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর জুরাইনে অবস্থিত অনির্বাণ ফার্মাসিউটিক্যালসে অভিযান চালায়। কোম্পানিটিতে কোন প্রকার মাননিয়ন্ত্রণ না করেই ওষুধ তৈরি করা হতো। শুধু তাই নয়, ওষুধে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতো। কোম্পানিতে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তারা বিচারকের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এছাড়া ওষুধ কোম্পানিটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×