ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতারণার নয়া কৌশল

সাতক্ষীরায় মুরগির সাদা বাচ্চা বিক্রি করা হচ্ছে রং মেখে

প্রকাশিত: ০৯:১৭, ১৮ জুন ২০১৯

 সাতক্ষীরায় মুরগির সাদা  বাচ্চা বিক্রি করা  হচ্ছে রং মেখে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পোল্ট্রি কক মুরগির সাদা বাচ্চা রঙিন করে বিদেশী উন্নতজাতের মুরগি বলে বিক্রি করা হচ্ছে। জেলা শহরসহ জেলাজুড়ে এই বাচ্চা বিক্রিতে নেমেছে ফেরিওয়ালারা । কাগজের বাক্সে ভরে লাল, সবুজ, হলুদ, নীল রংয়ের এই বাহারি বাচ্চাগুলো দেখেই সাধারণ মানুষ কেনার জন্য ঝুঁকে পড়ছে। অনেকে কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। মাত্র এক সপ্তাহ পরেই এই বাচ্চার আসল চেহারা ফুটে বের হচ্ছে। নতুন পাখা গজানোর সঙ্গে সঙ্গে এটি সাদা রংয়ের মুরগিতে পরিণত হয়। আর এই প্রতারণায় জড়িত বগুড়ার কয়েকটি হ্যাচারি মালিক ও খুলনার ফুলতলার মহাজন শাহীন ফকির ও তারই ভাড়াটিয়া ফেরিওয়ালা। সাতক্ষীরা ও খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর, হাটবাজার এলাকায় এই রঙিন মুরগির বাচ্চা কেনার জন্য রীতিমতো লাইন জমে। বিশেষ করে বাচ্চাদের আবদার পূরণ করতে অভিভাকরা এই কথিত বিদেশী রঙিন বাচ্চা কিনে প্রতারিত হচ্ছেন। প্রচন্ড গরমে বাচ্চা মারাও যাচ্ছে। প্রতিটি বাচ্চা ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করা হয়। এই কথিত রঙিন মুরগির বাচ্চা বিক্রেতা খুলনার ফুলতলার নজরুল ইসলামের পুত্র আনিসুল ইসলাম গাজী সোমবার জনকণ্ঠকে বলেন, এই সাদা কক বাচ্চা রঙিন করার নেপথ্যের কথা। তিনিসহ আরও ৮ থেকে ১২জন এই বাচ্চাগুলো নিয়ে আসেন খুলনার ফুলতলার মহাজন করিম ফকিরের ছেলে শাহিন ফকিরের কাছ থেকে। শাহিন ফকির এগুলো নিয়ে আসেন বগুড়ার বিভিন্ন হ্যাচারি থেকে। হ্যাচারিতে উৎপন্ন এ সকল বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরই বিশেষ প্রক্রিয়ায় এই বাচ্চাগুলো বিভিন্ন রং স্প্রে করে তাদের আসল রং লুকিয়ে ফেলা হয়। আর তখন এই রঙিন ছোট ছোট মুরগির বাচ্চাগুলো হয়ে উঠে উন্নতজাতের বিদেশী মুরগির বাচ্চার মতো। আর বড় হলেও এই আকর্ষণীয় রং থাকবে এমন প্রচারে এই সুন্দর বাচ্চা কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।
×