ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি কমিটির প্রথম সভা

প্রকাশিত: ০৯:১৬, ১৮ জুন ২০১৯

 এডিসবাহিত রোগ  নিয়ন্ত্রণে জাতীয়  কারিগরি কমিটির  প্রথম সভা

অধ্যাপক ডাঃ সানিয়া তহমিনা, পরিচালক, রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকার সভাপতিত্বে রবিবার এডিসবাহিত রোগসমূহ (ডেঙ্গু, চিকুনগুনিয়া) নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি কমিটির প্রথম সভা অধিদফতরের নতুন ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, মহা-পরিচালক, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ ফয়েজ, সাবেক মহা-পরিচালক, স্বাস্থ্য অধিদফতর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ মোমিনুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শরিফ আহমেদসহ বিশেষজ্ঞ বৃন্দ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডাঃ এম. এম. আক্তারুজ্জামান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ম্যালেরিয়া এ্যান্ড এডিস ট্রান্সমিটেড ডিজিজেজ এবং প্রোগ্রাম ম্যানেজার, ব্যান-ম্যাল ও ডেঙ্গু, সিডিসি প্রমুখ। -বিজ্ঞপ্তি
×