ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রন আইনে কারাদন্ড ১

প্রকাশিত: ০৪:১৮, ১৭ জুন ২০১৯

ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রন আইনে কারাদন্ড ১

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রন আইনের মামলায় মো: আলমগীর খানকে যাবৎজীবন কারাদন্ড প্রদান করেছে। সোমবার এই আদালতের বিচারক শেখ. মো: তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন। ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বেলা পোনে ২ টায় নলছিটি উপজেলার আমিরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনের গেটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশাল অভিযান চালিয়ে ৩৬ গ্রাম হিরোইন সহ মো: আলমগীর খানকে গ্রেফতার করে। এ ব্যাপারে র্যাবের ডি.এ.ডি মো: ইসলাম উদ্দিন বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন নলছিটি থানার এস.আই এবিএম কামরুজ্জামান ৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখ মো: আলমগীর খান ও সোহলেতাজ ২ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এই মামলা থেকে সোহেলতাজকে খালাস প্রদান করে আলমগীর খানকে যাবৎজীবন সাজা প্রদান করেন। মো: আলমগীর খান বাকেরগঞ্জ উপজেলার পারশিবপুর এলাকার মো: ইউসুফ আলী খানের পুত্র।
×