ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঁচাপাট রফতানিতে প্রণোদনা প্রদানের দাবি

প্রকাশিত: ০৯:৪১, ১৭ জুন ২০১৯

 কাঁচাপাট রফতানিতে প্রণোদনা প্রদানের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন বাজেটের জন্য অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছে, কাঁচা পাট রফতানিকারকগণ বিদেশে পাট রফতানি করে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় অর্থনীতি উন্নয়নের সহযোগিতা করে আসছে এবং ব্যাংকেও হাজার হাজার কোটি টাকার সুদ প্রদান করে চলেছে। গত ২০১৭-২০১৮ অর্থবছরে বিদেশে কাঁচাপাট রফতানি করে প্রায় ১৩শ’ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করায় পরিবেশবান্ধব পাটের চাহিদা বিশ্বব্যাপী বেড়েই চলেছে। তাই কাঁচাপাটকে অবহেলা বা ছোট করে দেখার কোন অবকাশ নেই। শতভাগ রফতানি নির্ভর কাঁচাপাটের রফতানি বৃদ্ধিকল্পে বাজেটে আলোকপাত করা অপরিহার্য বলে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন (বিজেএ) মনে করে। চক্রবৃদ্ধিহারে ব্যাংকের চড়া সুদ প্রদান, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সময় অর্থনৈতিক মন্দা থাকার কারণে কাঁচাপাট ব্যবসায়ীরা নানা বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে। শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করেও আমরা কোনদিনও রফতানি প্রণোদনা পাইনি। অথচ ২০১৯-২০২০ বাজেটে পাটখাত ও কাঁচাপাট ব্যবসায়ীদের সম্পর্কিত কোন বক্তব্য উপস্থাপিত হয়নি, যা কাঁচাপাট ব্যবসায়ী ও রফতানিকারকদের হতাশ করেছে। ফলে কাঁচাপাট রফতানিকারকগণ বিশ্ব বাজার হারাবে এবং কাঁচাপাট রফতানিতে আগ্রহ হারিয়ে ফেলবে। পাশাপাশি প্রধানমন্ত্রী কর্তৃক কাঁচাপাটকে কৃষিপণ্য ঘোষণার পরও অদ্যাবধি তার বাস্তবায়ন হয়নি। অতএব পাট খাতকে গতিশীল করার জন্য অবিলম্বে উৎসে কর হ্রাস করে কাঁচাপাট রফতানিতে আর্থিক প্রণোদনা প্রদানে বিজেএ জোড় দাবি জানাচ্ছে।
×