ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে শিক্ষার্থীদের ডিসি অফিসে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ০১:৫৯, ১৬ জুন ২০১৯

নড়াইলে শিক্ষার্থীদের ডিসি অফিসে অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রদেশ কুমারকে শারীরিক ভাবে লাঞ্ছিতের প্রতিবাদে ও অভিযুক্ত অভিভাবকের বিচার দাবিতে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গতকাল ১৫ জুন সকালে বিদ্যালয়ের শিক্ষক প্রদেশ কুমার শিক্ষার্থীদের কোচিং করানোর সময় পড়ালেখা নিয়ে এক ছাত্রীকে মারধর করেন। বাড়িতে গিয়ে মারধরের এ ঘটনা ওই ছাত্রী তার বাবা মঈন উল্লাহ দুলুকে জানান। এরপর ওই ছাত্রীর বাবা শিক্ষকের বাড়িতে গিয়ে শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা জানাজানি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মাঝে ক্ষোভ বিরাজ করে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা ওই অভিভাবকের বিচার দাবিতে আজ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও তরে। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচী প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
×