ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেয়ার বেচবে ইসলামী ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা

প্রকাশিত: ১০:৪১, ১৬ জুন ২০১৯

 শেয়ার বেচবে ইসলামী ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অন্যতম কর্পোরেট উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক সেন্টার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে ব্যাংকের দুই লাখ শেয়ার বেচবে। বর্তমানে বাংলাদেশ ইসলামিক সেন্টারের কাছে ইসলামী ব্যাংকের মোট ৩৬ লাখ শেয়ার রয়েছে। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। ১৮ জুন বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে ইসলামী ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছর সম্মিলিত ইপিএস ছিল ৩ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৫ পয়সা। এক বছর আগে সম্মিলিত এনএভিপিএস ছিল ৩১ টাকা ৪৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×