ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সানডের হ্যাটট্রিকে রহমতগঞ্জকে বিধ্বস্ত করল আবাহনী

প্রকাশিত: ১০:৩৫, ১৬ জুন ২০১৯

 সানডের হ্যাটট্রিকে রহমতগঞ্জকে বিধ্বস্ত করল আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের সপ্তদশ রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে শনিবার থেকে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবারও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গত লীগের শিরোপাধারী ঢাকা আবাহনী লিমিটেড। দলের জয়ে হ্যাটট্রিক করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। ‘স্যাটারডে’তে হ্যাটট্রিক করেন সানডে। খেলার ৯, ৩৩ ও ৯৩ (৯০+৩) মিনিটে গোলগুলো করেন তিনি। এছাড়া মিডফিল্ডার জুয়েল রানা ৩৬ এবং ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন ৪৫ মিনিটে গোলগুলো করেন। ১৯৭৭ সালের লীগ রানার্সআপ পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের হয়ে গোল করেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও ৬৫ এবং ডিফেন্ডার দিদারুল আলম ৭০ মিনিটে। রহমতগঞ্জের বিপক্ষে লীগের প্রথম লেগেও বড় জয় ছিল আবাহনীর (৫-১)। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট হলো ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর। এটা তাদের ত্রয়োদশ জয়। তবে ১৭ বারের লীগ চ্যাম্পিয়নদের চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে প্রথম স্থানেই আছে বসুন্ধরা কিংস (১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট)। তাদের নিচেই আছে আবাহনী। পক্ষান্তরে ‘আইলো’ ‘ডাইলপট্টি’ এবং ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জের সমান ম্যাচে এটা সপ্তম হার। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে।
×