ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাজেটে সামাজিক বৈষম্য নিরসনের পদক্ষেপ অনুপস্থিত ॥ বাদশা

প্রকাশিত: ১০:২৫, ১৬ জুন ২০১৯

 বাজেটে সামাজিক বৈষম্য নিরসনের পদক্ষেপ অনুপস্থিত ॥ বাদশা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের জন্য সংসদে যে জাতীয় বাজেট পেশ করা হয়েছে তাতে সামাজিক বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপের ইঙ্গিত পুরোপুরি অনুপস্থিত। ‘বাজেটে দারিদ্র্য বিমোচনের বার্ষিক গড় হার কমে আসছে। আবার আঞ্চলিক বৈষম্যও প্রকট। তবে অনাকাক্সিক্ষত এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ হবে, তার কোন ঘোষণাও নেই এই বাজেটে’। সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় ফজলে হোসেন বাদশা এমপি বলেন, বাংলাদেশের সম্পদ এখন কেন্দ্রীভূত মুষ্টিমেয় ধনীর হাতে। রাষ্ট্রের মোট জাতীয় আয় চলে যাচ্ছে দেশের ৫ শতাংশ প্রভাবশালী ব্যক্তির কাছে। এতে কেবল আয় বৈষম্যই নয়, আঞ্চলিক বৈষম্যও বাড়ছে। গ্রাম এবং শহরের জীবনযাত্রায়ও বৈষম্য তৈরি হচ্ছে যা অর্থনীতির ভারসাম্যকে নষ্ট করছে।
×