ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালবাসীর বাজেট ভাবনা

‘প্রধানমন্ত্রী যা-ই করেন তা-ই দেশের উন্নয়ন’

প্রকাশিত: ১০:২৪, ১৬ জুন ২০১৯

  ‘প্রধানমন্ত্রী যা-ই  করেন তা-ই  দেশের উন্নয়ন’

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ‘বাজেট-বুঝি না, খালি একটা কতাই বিশ্বাস করি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা-ই করেন তা-ই দেশের উন্নয়ন। তাই শেখ হাসিনা যাহা করেছেন তাতে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের উন্নয়ন-ই হবে বলে মুই বিশ্বাস করি’। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বরিশালবাসীর প্রতিক্রিয়া জানতে জনকণ্ঠের বিশেষ অনুসন্ধানে এভাবেই উল্লেখিত কথাগুলো বলেছেন, রিক্সাচালক হেলাল বেপারী। শুধু ওই রিক্সা চালকই নয়; প্রস্তাবিক বৃহৎ আকার ও উন্নয়ন পরিকল্পনার বাজেটকে স্বাগত জানিয়েছেন বরিশালের সর্বস্তরের জনসাধারণ। পাশাপাশি দেশীয় সামগ্রীর দাম স্থিতিশীল রাখা, ভাতাভোগীদের সঠিক মূল্যায়ন করায় সচেতন নাগরিকেরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন। তবে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাক্ষেত্রে আরও অর্থ বরাদ্দ দেয়ার প্রয়োজন ছিল বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন। বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ জনকণ্ঠকে বলেন, দেশীয় উৎপাদিত পণ্যের দাম স্থিতিশীল থাকায় দেশীয় শিল্পায়নের বিস্তার ঘটবে। ফলে দেশের মানুষ উপকৃত হবে। আবার কৃষি পণ্যের ওপর ২০ শতাংশ প্রণোদনা কৃষকদের জন্য উপকারী হবে। পাশাপাশি পুরো বাজেটই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। তবে এবারেই বাজেট নিয়ে মানুষের মধ্যে বিরূপ কোন প্রভাব নেই বলে জানিয়েছেন বরিশালের তরুণ সংগঠক শাকিলা ইসলাম। তিনি বলেন, দেশীয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর বাজেটের কোন প্রভাব নেই। নিত্য প্রয়োজনীয় কোন কিছুরই দাম বাড়েনি। তাই মানুষও এতে সন্তুষ্ট আছে। তবে মোবাইল ফোন ও কল রেটের ওপর করারোপ বৃদ্ধি নিয়ে রয়েছে দ্বিমত। আমার মতে সরকার যা করছে তা চিন্তা ভাবনা করেই করছে। এতে করে মোবাইলের অপব্যবহার হ্রাস পাবে। পাশাপাশি সব সেক্টরেই যুগোপযোগী হিসাব কষে বাজেট ঘোষণা করা হয়েছে বলেও আমি মনে করছি। বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী জনকণ্ঠকে বলেন, এবারের বাজেট বিশাল অঙ্কের। যেখানে রাজস্ব খাতে বিশাল একটা অংশের অর্থ জনগণের কাছ থেকে আসবে।
×