ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু-কিশোর ধারাবাহিক ‘হ্যাপি লজ’

প্রকাশিত: ০৯:১০, ১৬ জুন ২০১৯

 শিশু-কিশোর ধারাবাহিক ‘হ্যাপি লজ’

সংস্কৃতি ডেস্ক ॥ বৈশাখী টেলিভিশনের শিশু-কিশোর ধারাবাহিক নাটক ‘হ্যাপি লজ’। প্রচার হচ্ছে প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৬টায়। সাঈদ রিংকুর পরিচালনায় এ নাটকের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর কবির। নবাগত একঝাঁক শিশু-কিশোর ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুষমা সরকার, অলিভি, সৌজন্য অধিকারী, আলমগীর কবির, কামাল বায়েজিদ, সুভাশীষ ভৌমিক, শতদল বড়ুয়া বিলু, জাহাঙ্গীর, রিয়াজ প্রমুখ। ‘হ্যাপি লজ’ নাটকের গল্পে দেখা যাবে বাড়ির নাম ‘হ্যাপি লজ’। হ্যাপি লজ বাড়ির মানুষজন ঢাকা পত্তনের সময়কার ইসলাম খাঁর বংশধর। তাদের পরিবারের পূর্বপুরুষ কেউ একজন ইসলাম খাঁর আমলের সেনাপতি ছিলেন। এ পরিবারেই শেষ বংশধর পিন্টু। তার পোশাকী নাম মির্জা আসাদুল্লাহ সবুক্তগিন আল সিরাজ। পিন্টুর এমন নাম নিয়ে স্কুলের সহপাঠীরা নানা ঠাট্টা, তামাশা করে, খ্যাপায়। শিক্ষকরাও তার দিকে অবাক চোখে তাকায়। পিন্টুর এমন আজব নাম রেখেছেন তার নানাজান। পিন্টুর স্কুল শিক্ষক পিতা হাসানুল ইসলাম সহজ সরল মানুষ। মা জুবাইদা একেবারেই সাদাসিদে। সবমিলিয়ে তারা হ্যাপি লজের হ্যাপী ফ্যামিলি।
×