ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ভাইয়ের জিডি

প্রকাশিত: ১২:০৫, ১৫ জুন ২০১৯

 ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ভাইয়ের জিডি

স্টাফ রিপোর্টার ॥ বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার ছোট ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির। শুক্রবার উত্তরা পশ্চিম থানায় জিডি করেছেন শিশির। জিডিতে উল্লেখ করা হয়, শিশিরের নিজস্ব ভবনে বসবাস করেন তুরিন আফরোজ। তিনি কানাডা প্রবাসী। কয়েকবছর আগে তাদের মাকে তুরিন সে বাসা থেকে বের করে দেন। পরে মাকে নিয়ে কানাডা চলে যান শিশির। শুক্রবার তিনি কানাডা থেকে ফিরে নিজের বাসায় গেলে সেখানে বোন তুরিন আফরোজ তাকে ঢুকতে দেননি। তবে তুরিন আফরোজ জানিয়েছেন, মা ও ছোট ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি। ঘটনা সম্পর্কে তুরিন আফরোজ সাংবাদিকদের বলেছেন, আমার বাবা মারা যাওয়ার ৫৩ দিনের মাথায় ছোটভাই ও মা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এই ঘটনায় তারা মামলা করেছে। আমিও মামলা করেছি। আদালত বাড়িটিকে স্থিতিশীল অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে। যারা যেখানে আছে, তারা সেখানে থাকবে। মা ও ভাইকে বাড়িতে ঢুকতে না দেয়ার বিষয় তুরিন আফরোজ বলেন, আমার সঙ্গে তাদের দেখা হয়নি। তারা বাড়িতে এসেছিল কিনা, তাও জানি না। আদালতে মামলা চলমান থাকায় বাড়ির মালিকানা বিষয়ে তুরিন আফরোজ কথা বলেননি। তিনি বলেন, বাড়ি কার তা আদালতে বিচার হবে। আদালতে তারা তো মামলা পরিচালনা করছেন।
×