ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বরিস জনসন

প্রকাশিত: ১১:৪১, ১৫ জুন ২০১৯

 ব্রিটেনে প্রধানমন্ত্রী  হওয়ার দৌড়ে  এগিয়ে বরিস জনসন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব বাছাইয়ের প্রথম দফা ভোটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় তিনগুণ বেশি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। বৃহস্পতিবার বরিসের পক্ষে ১১৪ ভোট পড়েছে বলে জানিয়েছে টোরি দলের নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ‘১৯২২ কমিটি’। প্রয়োজনীয় ১৭ ভোট না পাওয়ায় তিন প্রার্থী নেতৃত্ব দৌঁড় থেকে বাদ পড়েছেন। নেতৃত্ব বাছাইয়ের নিয়ম অনুযায়ী ৩১৩ কনজারভেটিভ সাংসদ এরপর ১৮, ১৯ ও ২০ জুন সিরিজ ভোটের মাধ্যমে আরও ৫ প্রার্থীকে ছেঁটে ফেলবেন। শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজনকে বেছে নিতে ভোট দেবে টোরি দলের নিবন্ধিত সদস্যরা। জুলাইয়ের শেষদিকে বিজয়ী ব্যক্তির নাম ঘোষণা করা হবে। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা হওয়ার পাশাপাশি ওই বিজয়ী প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মের স্থলাভিষিক্ত হবেন। -বিবিসি
×