ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংঘবদ্ধ ডাকাত দলের ৫০ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:৪০, ১৫ জুন ২০১৯

 সংঘবদ্ধ ডাকাত দলের ৫০ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কেরানীগঞ্জ সাভার ও আশুলিয়া এলাকার একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৫০ সদস্য ধরা পড়েছে। কেরানীগঞ্জ এলাকায় ডাকাতদের কবলে পড়ে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে এ সংঘবদ্ধ ডাকাত চক্রের সন্ধান পায় পুলিশ। তাদের আটকের পর শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, কেরানীগঞ্জের একটি মার্ডার মামলা দুই আসামিকে জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এতে জানা যায়, ৫০ সদস্যের ডাকাত দল ঢাকা জেলাসহ মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরে সাইফুল গ্রুপ, রিপন গ্রুপ এবং মোটা বাবুল গ্রুপসহ তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ছয়-সাত বছর ধরে রাস্তা-বসতবাড়িতে ডাকাতি করে আসছে। সম্প্রতি কেরানীগঞ্জ, সাভার ও আশুলিয়ার ডাকাতিকালে বিভিন্ন স্থান থেকে এ ডাকাত দলের ১৭ জনকে আটক করা হয়।
×