ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেরপুরে গৃহবধূকে বেঁধে নির্যাতনের ঘটনায় এসআই প্রত্যাহার

প্রকাশিত: ১১:৩৭, ১৫ জুন ২০১৯

  শেরপুরে গৃহবধূকে বেঁধে নির্যাতনের ঘটনায় এসআই প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ জুন ॥ শেরপুরের নকলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ডলি খানমকে (২২) গাছে বেঁধে বর্বরোচিতভাবে নির্যাতনের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার ও জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে তাকে (ওমর ফারুক) থানা থেকে প্রত্যাহার করা হয়। শুক্রবার দুপুরে পুলিশ সুপার আশরাফুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গৃহবধূ ডলি খানমকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও দায়ীদের শাস্তি দাবি করা হয়েছে। জানা গেছে, পুলিশের প্রাথমিক তদন্তে গত ১০ মে নকলা উপজেলার কায়দা এলাকায় সংঘটিত নির্যাতনের ঘটনার দিন এসআই ওমর ফারুকের দায়িত্ব পালনে অবহেলার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার রাতে এসপি তাকে (ওমর ফারুক) থানা থেকে প্রত্যাহার ও পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।
×