ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভেজাল পণ্যে সয়লাব ঈশ্বরদী

প্রকাশিত: ১১:৩৫, ১৫ জুন ২০১৯

 ভেজাল পণ্যে সয়লাব ঈশ্বরদী

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সব রকম ভেজাল পণ্য প্রকাশ্যে ঈশ্বরদী বাজারে বিক্রি করা হচ্ছে। বিএসটিআইসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত কতিপয় কর্তাব্যক্তি, প্রশাসনের কতিপয় কর্মকর্তা ও জনস্বার্থে ভেজাল পণ্য বিক্রি প্রতিরোধ করতে পারে এমন বিশেষ মহলের একাধিক সদস্যের সহযোগিতায় এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ঈশ্বরদীর আশপাশের এলাকায় ভেজালবিরোধী অভিযান করে ভেজাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হলেও ঈশ্বরদীতে ভেজালবিরোধী কোন অভিযান না থাকায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের একটি সূত্র ও ভেজাল পণ্য ক্রেতাসহ ভুক্তভোগীদের দেয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, সম্প্রতি পাবনা সদরসহ বিভিন্ন উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। অনেক প্রতিষ্ঠানে ভেজাল ঘিসহ বিভিন্ন প্রকার ভেজাল পণ্য আটক করে নষ্ট করা ও প্রতিষ্ঠান মালিকের জরিমানা করা হয়েছে। কিন্তু ঈশ্বরদীতে কোন অভিযান হয়নি। এ এলাকায় ভেজাল সিমেন্ট, সেমাই, তেল, মসল্লা, দুগ্ধ জাতীয় খাদ্য, পানীয় জাতীয় খাদ্য পণ্য ভেজাল করে উৎপাদন ও বাজারজাতকরণ করা হয়। এরপরও ঈশ্বরদীতে অদ্যাবধি কোন প্রকার ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয় না। ভুক্তভোগীদের মতে, ঈশ্বরদীতে অনেক প্রতিষ্ঠান বিএসটিআই ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বিশেষ গোপন চুক্তিতে আবদ্ধ থাকায় ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রিতে কোন সমস্যা নেই। এতে প্রতিদিন প্রতারণার মাধ্যমে নিজেরা কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। একই সঙ্গে ক্রেতারাও প্রতারিত হয়ে আর্থিক ক্ষতি ও নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
×