ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ছিনতাই মামলার আসামি গুলিবিদ্ধ

প্রকাশিত: ১১:৩৩, ১৫ জুন ২০১৯

 চট্টগ্রামে বন্দুকযুদ্ধে  ছিনতাই মামলার  আসামি গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর আমবাগান এলাকায় ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে। তার নাম মোঃ ইয়াসিন (৩০)। খুলশী থানা পুলিশ জানায়, ইয়াসিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। এরমধ্যে গত ১১ জুন ভোরে ঢাকা থেকে চট্টগ্রামে আসা মহসিন উদ্দিন বাবু নামের এক বাস যাত্রীকে ছুরি দেখিয়ে ১৩ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি এলইডি টিভি নিয়ে যায়। এ সময় তার সঙ্গে আরও কয়েক ছিনতাইকারী ছিল। এ ঘটনার পর উক্ত যাত্রী খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন ১২ জুন পুলিশ অভিযান চালিয়ে ওমর ফারুক ও বাবুল হোসেন নামের দু’জনকে গ্রেফতার করে। আদালতে প্রদত্ত জবানবন্দীর ভিত্তিতে নাম উঠে আসে ছিনতাইকারী দলের নেতা মোঃ ইয়াসিনের। বৃহস্পতিবার রাতে নগরীর ডেবারপাড় এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর রাত ১টার দিকে ইয়াসিনকে নিয়ে পুলিশের একটি দল ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। আমবাগান রেলওয়ে জাদুঘর এলাকায় পৌঁছার পর ইয়াসিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এতে ইয়াসিন গুলিবিদ্ধ হয়। এরপর ঘটনাস্থল থেকে ফরিদুল ইসলাম নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গুলিবিদ্ধ ইয়াসিনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ায় রনী স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বৃহস্পতিবার রাতে বগুড়া সদরের গোয়ালগাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে সন্ত্রাসী রনী (৩৩)। সে বিক্লাশ রনী নামে পরিচিত। সে এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। গুলিবিদ্ধ রনীকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গোয়ালগাড়ি আদর্শ কলেজের কাছে টহল দেয়ার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে রাখা একটি ওয়ান শ্যূটার গান, তিন রাউন্ড গুলি একটি রাম দা উদ্ধার করা হয়।
×