ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেশার টাকা না পেয়ে মা-বাবা ও ভাইবোনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:৩২, ১৫ জুন ২০১৯

 নেশার টাকা না পেয়ে মা-বাবা ও ভাইবোনকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ জুন ॥ নেশার টাকা না পেয়ে বাবা-মাসহ দুই ভাই ও বোনকে এবং পারিবারিক কলহের জের ধরে জামাই শ্বশুরসহ মোট ১০ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার উপজেলার কেশবপুর ও কালিশুরি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। কেশবপুর ইউনিয়নে বেলা ১১টার সময় বাবলু নামের পাষ- এক ছেলে নেশার টাকা না পেয়ে তার মা মাকসুদা বেগম, বাবা আলম হাওলাদার ও ছোট বোন শান্তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। এ ঘটনার সময় আলম হাওলাদারের ভাইয়ের ছেলে রফিকুল ইসলাম ও বেল্লাল হাওলাদার বাধা দিলে বাবলু ক্ষিপ্ত হয়ে তাদেরকে গালাগাল করে। এরপর দুপুর ৩টার সময় বাবলু তার তিন সহযোগী সৈকত, শুভ ও জুয়েলকে নিয়ে চাচাত ভাই রফিকুল ইসলাম ও বেল্লাল হাওলাদারকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। অপরদিকে কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে শ্বশুর ও জামাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ ব্যক্তি আহত হয়েছেন। জানা গেছে, আবদুল মতলেব সিকদার এবং আবদুর রব হাওলাদার সম্পর্কে বেয়াই। দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর ২টার দিকে আবদুর রব হাওলাদারের সঙ্গে তার মেয়ে জামাই আব্বাস সিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আবদুল মোতলেব সিকদার, মোঃ আব্বাস, ইনারা বেগম, আবদুর রব হাওলাদার ও মোঃ কাইয়ুম আহত হয়। আহতদের বাউফল সদর ও কালিশুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×