ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১১:৩২, ১৫ জুন ২০১৯

 সৈয়দপুরে নদীতে  ডুবে দুই কিশোরের মৃত্যু

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৪ জুন ॥ দুরন্তপনায় কিশোরের দল। দাবদাহ থেকে স্বস্তি মিলতে খড়খড়িয়া নদীতে যায় গোসল করতে। তবে সেখানে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো কুরবান আলী (১৪) ও মেরাজ (১৬) নামে তাদের দুই সঙ্গীকে। শুক্রবার দুপুর ১টায় সৈয়দপুর শহর রক্ষা বাঁধ সংলগ্ন বুড়িরকুড়ায় খড়খড়িয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরদ্বয় কুরবান আলী শহরের ১০ নং ওয়ার্ডের কাজিপাড়ার বাদলের ছেলে ও মেরাজ একই এলাকার আবেদ আলীর ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোর দল ঘটনাস্থলের ধারে একটি জাম গাছে উঠে জাম খায়। এরপর তারা নদী পার হয়ে ওপারের বটগাছে উঠবে। এমন পরিকল্পনা বাস্তবায়নে প্রথমে কুরবান আলী ও মেরাজ সাড়ে তিন ফুট উচ্চতার পানি অতিক্রমে নদীতে নামে। পরে মধ্যখানে গিয়ে হাবুডুবু খেতে থাকে। এ সময় অন্য বন্ধুরা তাদের বাঁচাতে গেলে নদীর গভীরতার ভয়ে নিচে না নেমে পাটের রশি ছড়িয়ে ওই দুই কিশোরকে বাঁচানোর চেষ্টা করে। অবশেষে তারা ব্যর্থ হলে নদীর ওপর উঠে চিৎকার করলে পথচারীসহ রাখালরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
×