ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে অটোরিক্সার ধাক্কায় সাইকেলআরোহী নিহত

প্রকাশিত: ১১:৩১, ১৫ জুন ২০১৯

 চাঁদপুরে অটোরিক্সার ধাক্কায় সাইকেলআরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৪ জুন ॥ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় জাহিদুল হক (৫০) নামে সাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোচালক ও ২ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল হক সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের জহিরুল হক গাজীর ছেলে। আহতরা হচ্ছেন- অটোচালক মোঃ ইউসুফ মৃধা (৪৫), রায়পুর থেকে আসা যাত্রী জাহানারা বেগম (৫০) ও তার মেয়ে শাহীদা আক্তার (১৮)। স্থানীয়রা জানান, দ্রুতগামী অটোরিক্সা রায়পুর থেকে চাঁদপুর লঞ্চঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে সাইকেল আরোহীকে ধাক্কা দেয় এবং অটোরিক্সাটিও রাস্তার পাশে পড়ে গিয়ে যাত্রী ও চালক আহত হয়। গুরুতর আহত হন জাহিদুল হক। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল বলেন, আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল হককে মৃত ঘোষণা করেন। ফটিকছড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আল মামুন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল মামুন মোটরসাইকেল করে পার্বত্য চট্টগ্রামের মানিকছড়ি থেকে ফটিকছড়ি সদরের দিকে যাওয়ার পথে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আল মামুন। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার জিন্দা রামপুর গ্রামের আফজল হোসেনের পুত্র। তিনি ওষুধ কোম্পানি স্কয়ারের এমপিও হিসেবে কর্মরত ছিলেন। সাভারে কলেজ ছাত্র সংবাদদাতা সাভার থেকে জানান, সড়ক দুর্ঘটনায় মিন্টু মোল্লা (২৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার মামাত ভাই সাজু মিয়া। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কেরানীগঞ্জ থানার হযরতপুর পুনিহাটি এলাকার কেরামত আলীর ছেলে। সে মিরপুর সরকারী বাঙলা কলেজের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। আহত সাজুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার এসআই প্রাণকৃষ্ণ অধিকারী জানান, কেরানীগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে সাভার হেমায়েতপুর হয়ে ঢাকায় যাচ্ছিলেন মিন্টু ও তার মামাত ভাই সাজু। তারা মোটরসাইকেলযোগে বলিয়ারপুর এলাকা পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে সজোরে পেছন দিক থেকে ধাক্কা মারলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই কলেজ ছাত্র মিন্টুর মৃত্যু হয়। আহত হয় মিন্টুর মামাত ভাই সাজু। তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ব্রাহ্মণবাড়িয়া বাস খাদে ॥ ২৫ আহত স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার উড়শিউড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, নুরুল ইসলাম (৩০), মাসুদ (২৫), মাহমুদুল হক (২৫), মমিনুল ইসলাম (২৫), সাইদুল (২৬), রাসেল (১৮), সাদ্দাম (২৫), রফিকুল (৭১), জয়নাল (৩৬), বিল্লাল (১৮), আব্দুল আজিজ (৪৪), ইউসুফ (১৬), সাজিদুল (২০), আল মামুন (১৭), আরিফুল (১৬), রিয়াদ (১৫), নাইম (১৭), ইমাম আলি (১৮), রাজ (২০), দেলোয়ার (৫০), সামিউল (২১), ইমন (৩২), রফিকুল (৪৫) নাম জানা গেছে। আহতরা সবাই নির্মাণ শ্রমিক ও রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারি থানার বাসিন্দা। নির্মাণ শ্রমিকদের ফোরম্যান মোঃ শরীফ মিয়া জানান, রংপুর থেকে ৫৬ শ্রমিক নিয়ে সোনার বাংলা পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আমার ২৫ শ্রমিক আহত হয়েছে। পাবনায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনে স্ত্রীকে হাত ধরে ট্রেনে ওঠানোর সময় নিচে পড়ে গৃহবধূ রীনা খাতুন (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রীনা ফরিদপুর উপজেলার সদর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মাসুদ রানার স্ত্রী। জানা যায়, শুক্রবার বেলা ১১টার সময় সিল্কসিটি এক্সপ্রেস বড়ালব্রিজ রেল স্টেশনে এলে মাসুদ রানা তার স্ত্রী রীনাকে নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন।
×