ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঘায় মাদকের টাকা নিয়ে বিরোধ ॥ দুজনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:৩০, ১৫ জুন ২০১৯

 বাঘায় মাদকের টাকা নিয়ে বিরোধ ॥ দুজনকে  কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় মাদক কেনাবেচার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে তিনজন জখম হয়েছে। এরা হলো, উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মিলিকবাঘা গ্রামের কামরুলের ছেলে রুবেল, নুরুজ্জামানের ছেলে সবুজ ও প্রতিপক্ষ নজরুলের ছেলে আজমল। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুবেল ও সবুজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঘা বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা জনি আহাম্মেদ (২২) বাঘা পুরাতন বাস টার্মিনাল এলাকার নজরুল ইসলামের ছেলে সুমনের (২৫) কাছে ইয়াবা কেনার জন্য এক সপ্তাহ আগে ২৪ হাজার টাকা দেয়। ইয়াবা না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে ঘটনার সূত্রপাত ঘটে। জনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে জনির পাওনা টাকা নেয়ার জন্য ওই এলাকার দুই যুবক রুবেল ও সবুজকে নিয়ে সুমনের বাড়িতে গিয়ে টাকা ফেরত চায়। টাকা না দেয়ায় সুমনকে বাড়িতে একা পেয়ে মারপিট করে চলে আসে তারা। পরে সুমন ও তার দুই ভাই আজমল এবং সুজনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাস টার্মিনাল এলাকায় অতর্কিত হামালা চালিয়ে রুবেল ও সবুজকে কুপিয়ে জখম করে। এ সময় প্রতিপক্ষ আজমলও আহত হয়। জনি ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় বাঘা হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
×