ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১১:২৯, ১৫ জুন ২০১৯

 যশোর পৌরসভার  বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর পৌরসভায় ২০১৯-২০ অর্থবছরে ১শ’ ৩৫ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৬৭ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভায় পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু উন্মুক্ত এই বাজেট ঘোষণা করেন। সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় পৌরসভার ব্যবস্থাপনায় উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠান করা হয়। মেয়র রেন্টু জানান, ১শ’ ৩৫ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৬৭ টাকা চলতি অর্থবছরে যশোর পৌরসভার জন্য নির্ধারণ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে ৯৯ লাখ ৫৭ হাজার ৯৪০ টাকা প্রারম্ভিক জের রয়েছে। এছাড়া সাধারণ খাতে সম্ভব্য আয় ২৩ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩০ ও পানি সরবরাহ খাতে ৫ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা ধরা হয়েছে। রাজস্ব বাজেট ২৯ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩০ টাকা। উন্নয়ন সহায়ক খাতে সরকারী অনুদান ৩ কোটি ৩০ লাখ ও রাজস্ব আয় থেকে ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।
×