ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জনপদে অস্থিরতা

প্রকাশিত: ১১:২৭, ১৫ জুন ২০১৯

 কলাপাড়ায় সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জনপদে  অস্থিরতা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৪ জুন ॥ এক শ্রেণীর সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্যে শহরসহ গ্রামীণ জনপদে অস্থিরতা বিরাজ করছে। এরা অধিকাংশ কিশোর-যুবক শ্রেণীর। মোটরবাইকে এ সন্ত্রাসী গ্রুপ দাপিয়ে বেড়ায় জনপদে। মানুষের জীবনে এখন উৎকণ্ঠা বিরাজ করছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি মূলত এদের কাজ। খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত এ চক্রের রোষানলের কারণে হতাশা ব্যক্ত করে দলের কর্মকান্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সবাই এই সন্ত্রাসী গ্রুপের কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের ভূমিকায় তারা অসন্তোষ পোষণ করেন। কিশোর এ সন্ত্রাসী গ্রুপের কাছে ইতোমধ্যে মহিপুরের ৫০ বছরের আওয়ামী লীগের নির্ভরযোগ্য নেতা নুরুল ইসলাম হাওলাদার মারধরের শিকার হয়েছেন। থানার সামনে মারধরের শিকার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম। মারধরসহ বাড়িঘরে হামলার শিকার হয়েছেন নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রহমান তালুকদার। বিএনপি-জামায়াত জোট সরকারের ব্যাপক নির্যাতনের শিকার যুবলীগ নেতা শামীম খলিফা হুমকি মারধরের শঙ্কায় নীরব হয়ে গেছেন। কিশোর নব্য এই গ্রুপের অপকর্মের প্রতিবাদকারী যেই হোক। যে পর্যায়ের নেতাই হোক না কেন তার ওপর নেমে আসছে হামলা নির্যাতন। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত কার্যালয়, সকল স্থানে হামলা-তান্ডব ভাংচুর চালানো হয়। এ চক্রের কাছে মূলত সবাই জিম্মি হয়ে পড়েছে। মূলত স্থানীয় নেতারা যে যার ব্যক্তির রাজনীতির প্রভাব বিস্তার করতে এখন দলীয় কোন্দলও প্রকাশ্যে চলছে। সব চাইতে বেশি খারাপ অবস্থা পুলিশি থানা মহিপুরে। সেখানে এখন হাত বাড়ালেই ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক মেলে। দলের নেই কোন চেন অব কমান্ড। সম্প্রতি র‌্যাব ও কোস্টগার্ড দু’টি অভিযানে ইয়াবার বিশাল দু’টি চালান আটক করে।
×