ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ৪০ কেজি ওজনের খটক মাছ

প্রকাশিত: ১১:২৫, ১৫ জুন ২০১৯

 বাগেরহাটে ৪০ কেজি ওজনের খটক মাছ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ বাজারে ৪০ কেজি ওজনের একটি খটক মাছ (কড ফিস) বিক্রি হয়েছে। প্রতিকেজি মাছ ২ হাজার টাকা কেজি মূল্যে বিক্রি করেছে ব্যবসায়ী শাহ আলম মাতুব্বর। শুক্রবার সকালে মোরেলগঞ্জ বাজারের আড়তে খুলনার মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছটি ক্রয় করেন শাহ আলম। মোরেলগঞ্জের মৎস্য ব্যবসায়ী শাহ আলম মাতুব্বর বলেন, খুলনার মৎস্য ব্যবসায়ীরা আড়তে মাছটি নিয়ে আসেন। তাদের কাছ থেকে ২৮ হাজার টাকায় মাছটি ক্রয় করি। পরে কেটে ২ হাজার টাকা কেজি মূল্যে বিক্রি করেছি। মাছটি সাধারণত পাওয়া যায় না এবং ঔষধি গুণ থাকায় এলাকার মানুষ বেশি দামে ক্রয় করেন। তারা খুলনার জেলেদের কাছ থেকে মাছটি ক্রয় করেছিল। খুলনার জেলেরা রুপসা নদী থেকে মাছটি ধরে। শুখের সামনে খাঁজকাটা লম্বা করাতের মতো একটা কাটা আছে। হয়ত এ কারণে এ মাছের নাম করাতি হাঙর। স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের ভাষায় খটক মাছ। সচরাচর এ মাছ দেখা না গেলেও মাঝে মাঝে বিশালাকৃতির খটক মাছ ধরা পড়ে। স্থানীয়রা বিশ্বাস করে খটক মাছ খেলে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, হৃদরোগ ও যক্ষ্মা ভাল হয়। এ বিশ্বাস থেকে জেলার বিভিন্ন এলাকার মানুষ বেশি দামে মাছটি ক্রয় করে খায়।
×