ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকারের ভেতর উবার চালকের গলাকাটা লাশ

প্রকাশিত: ১০:৩৫, ১৫ জুন ২০১৯

 প্রাইভেটকারের ভেতর উবার চালকের  গলাকাটা লাশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকারের ভেতরে আরমান ওরফে আমান (৩৭) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। তিনি উবারে (স্মার্টফোনে এ্যাপভিত্তিক পরিবহন সেবা) প্রাইভেটকার চালাতেন। শুক্রবার ভোরের দিকে পুলিশ উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার সামনে প্রাইভেটকারের ভেতর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তারা গাড়ির ভেতর ও বাইরে থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সকালে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত আরমানের বাবার নাম মৃত আব্দুল হাকিম। গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুরের গ্রামে। তিনি মিরপুরের ১১ নম্বরে ১২ নম্বর সড়কের ৭ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, উবারে চালিত প্রাইভেটকারটি মিরপুর ১১ নম্বরের ৬ নম্বর লেনের ১২ নম্বর সড়কের এক ব্যবসায়ীর। ওই ব্যবসায়ীর সাতটি প্রাইভেটকার রয়েছে। সবই উবারে ভাড়া দেয়া। প্রাইভেটকার মালিকের ছোট ভাই অন্তর জানান, রামপুরার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১১টা ২১ মিনিটে উবারে কল পেয়ে যাত্রী নিয়ে উত্তরার ১৪ নম্বর সেক্টরে আসেন চালক আরমান। সেখানে ১২টা ৪ মিনিটে তার ট্রিপ শেষ করে মিরপুরে ফেরার কথা ছিল। কিন্তু রাত ১টার বেশি বেজে গেলেও তার কোন খোঁজ না পাওয়ায় আমি ড্রাইভার আরমানকে ফোন দিই। তখন অন্য একজন ফোন রিসিভ করে জানান, তার দুর্ঘটনা ঘটেছে। আর আমাকে দ্রুত ঘটনাস্থলে আসতে বলেন। পরে আমি আরেকটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি প্রাইভেটকারের ভেতর আরমানের গলাকাটা মরদেহ। তিনি জানান, প্রায় এক বছর ধরে আরমান আমাদের গাড়ি চালাতেন। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে আমরা দু’জন মিরপুরের একটি হোটেলে খাওয়া-দাওয়া করেছিলাম। পরে সে আমাকে বাসায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাতেই কে বা কারা আরমানকে গলাকেটে হত্যা করেছে। নিহত আরমানের স্বজনরা জানান, আজ (শুক্রবার) নারায়ণগঞ্জে তার ছোট বোনের বিয়ে। বৃহস্পতিবার গায়ে হলুদ হয়েছে। ওইদিন রাতেই গাড়ির মালিকের কাছে বুঝিয়ে সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। উত্তরা পশ্চিম থানার এসআই ফারুক হোসেন জানান, রাত দেড়টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ওই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আরমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার লাশ ওই গাড়ির চালকের আসনে ছিল। পেছন থেকে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। পরে ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এসআই ফারুক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, যাত্রীবেশে হত্যাকারীরা গাড়িতে উঠে ছিনতাইয়ের চেষ্টা করেছিল কেউ। তাতে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে অন্য কারণেও হত্যা করা হতে পারে। এই পুলিশ কর্মকর্তা জানান, হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে আরমানের মোবাইলের কললিস্ট ও আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তদন্ত করা হচ্ছে।
×