ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জন্মের পরপরই হাঁটা শুরু

প্রকাশিত: ১০:২৯, ১৫ জুন ২০১৯

  জন্মের পরপরই  হাঁটা শুরু

প্রতিদিন কত বিচিত্র ঘটনাই না ঘটে বিশ্বে। কিন্তু আপনারা যে ঘটনার কথা এখন শুনবেন সেটা রীতিমতো বিস্ময়কর। একটি শিশু স্বাভাবিক জন্মের কিছুদিন পর হাঁটা চলা করতে পারে। তাও প্রথমে হামাগুড়ি দেয়, তারপর হাঁটা। কিন্তু লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সম্প্রতি একটি শিশু জন্মের পরপরই উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করেছে। সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। ইন্টারনেটের সৌজন্যে সেই অবিশ্বাস্য, অদ্ভুত আর বিস্ময়কর ঘটনা দেখেছে বিশ্ববাসী। জন্মের পরই ডেলিভারি রুমের নবজাতকের এমন কা-ে সবাই রীতিমতো তাজ্জব বনে গেছে। কোন রকমের সাহায্য ছাড়াই যে ওই নবজাতক বিছানার মধ্যে হেঁটে বেশ কিছু দূর যায়। ওই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আর্লেট আরান্তেস নামের এক ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক নার্স একটি সদ্যোজাত কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বাবা-মায়ের হাতে তুলে দেয়ার আগে পরিষ্কার করছিলেন। শিশু বুকের কাছে হাত দিয়ে ধরা ছিল। সেই অবস্থায় দু’পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় শিশুটি। উঠে দাঁড়ানোর পর গুটি গুটি পা ফেলে হাঁটতে শুরু করে। -ইয়াহু নিউজ
×