ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:২৮, ১৫ জুন ২০১৯

  যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার চৌগাছায় পুকুর ইজারা নিয়ে বিরোধে মমিনুর রহমান মমিন (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে তার আপন খালাতো ভাই। শুক্রবার সকালে লস্কারপুর গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মমিন ওই গ্রামের শামসুদ্দিন ওরফে ইসমাইলের ছেলে। চৌগাছা থানার পুলিশ জানায়, গ্রামের একটি পুকুরের মালিক দুই ব্যক্তি। তারা গ্রামে থাকেন না। এদের এক ভাইয়ের কাছ থেকে পুকুর ইজারা নেন ইউনূস ও তার অন্য ভাইয়েরা। এরই মধ্যে পুকুরের মালিক আরেক ভাইয়ের কাছ থেকে পুকুরের ইজারা নেন মমিনুর রহমান। সকালে সেই পুকুরে খুঁটিপুতে নেট জাল দিচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে মমিনুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে তার আপন খালাত ভাই ইউনূস আলী, আলম ও মশিয়ার রহমান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের ভাতিজা ও স্ত্রী শেফালী বেগম জানান, সকালে বাড়ির পাশের পুকুরে নেট দিচ্ছিলেন মমিনুর। এ সময় একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ইঊনূছ আলী, আলম ও মশিয়ারের নেতৃত্বে আলমের ছেলে তুষার, মশিয়ারের ছেলে সুমন, আলমের শ্যালক আবু বক্করের ছেলে নান্নু, ইঊনূছ-আলমদের ভাগ্নে চুড়ামনকাঠি গ্রামের রাসেল দেশীয় অস্ত্র রাম-দা ও গাছি-দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তারা মমিনুরকে মৃত ভেবে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কুমার বাগচী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের দুইহাত, বুকে পিঠসহ সমস্ত শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান বলেন, নিহত মমিনুর আওয়ামী লীগের কর্মী। হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
×