ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে শাহবাগে সমাবেশ

প্রকাশিত: ১০:০২, ১৫ জুন ২০১৯

 ভেনিজুয়েলায় মার্কিন  আগ্রাসনের  প্রতিবাদে  শাহবাগে সমাবেশ

বাংলা ট্রিবিউন ॥ দক্ষিণ আমরিকার দেশ ভেনিজুয়েলাতে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স বলেন, ‘আমেরিকা ভেনিজুয়েলার সার্বভৌমত্বে আঘাত করছে। তারা ষড়যন্ত্র করে ভেনিজুয়েলাকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে নিজেদের স্বার্থ আদায়ে পাঁয়তারা করছে। ভেনিজুয়েলার সরকার জনগণের পক্ষে দাঁড়িয়েছে। আমরা ভেনিজুয়েলার সাধারণ জনগণের পাশে আছি।’ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘আশা করি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক রাজিব দাস প্রমুখ।
×