ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১০:০১, ১৫ জুন ২০১৯

 ময়মনসিংহে  অনুসন্ধানমূলক  রিপোর্টিং  প্রশিক্ষণ শুরু

ময়মনসিংহ জেলার সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত তিনদিনের একটি অনুসন্ধানমূলক প্রশিক্ষণ শুক্রবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সেমিনার কক্ষে শুরু হয়েছে। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, পিআইবি পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, অনুসন্ধানমূলক প্রতিবেদন সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিস্তাররোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে অনুসন্ধানমূলক প্রতিবেদন সম্পর্কে অংশগ্রহণকারী সাংবাদিকরা বিস্তারিত ধারণা পাবেন যা তাদের এ ধরনের প্রতিবেদন তৈরি করতে দক্ষ করে তুলবে। পিআইবি মহাপরিচালক সভাপ্রধানের বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির আবির্ভাব সাংবাদিকতার ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে সাংবাদিকতার ক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। তিনি সাংবাদিকদের আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের আহ্বান জানান। প্রশিক্ষণে জেলার ৪০ সাংবাদিক অংশ নিচ্ছেন। -বিজ্ঞপ্তি।
×