ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজের পাঁচ সন্তান হত্যা ॥ মার্কিন নাগরিকের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৯:০৪, ১৫ জুন ২০১৯

 নিজের পাঁচ সন্তান  হত্যা ॥ মার্কিন  নাগরিকের মৃত্যুদন্ড

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। নিজের ছোট পাঁচ শিশুকে হত্যা করায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এ দন্ড দেয়া হলো। এদিকে তার সাবেক স্ত্রী তাকে ক্ষমা করে দিতে জুরিদের প্রতি অনুরোধ জানিয়েছেন কারণ শিশুরা তাকে ভালবাসে। খবর এএফপি’র। ৩৭ বছর বয়সী টিমোথি জন্সের আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, সে সিজোফ্রেনিক রোগে আক্রান্ত। অতএব তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় না। জন্স তার নিজের পাঁচ সন্তানকে হত্যা করার দায়ে গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বাবার হাতে হত্যার শিকার হওয়া এসব শিশুর বয়স ছিল এক থেকে আট বছরের মধ্যে। বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনায় আদালত কক্ষে রায় শুনে স্তব্ধ হয়ে পড়া তার সাবেক স্ত্রী জন্সকে অব্যাহতি দিতে জুরিদের প্রতি আবেদন জানান। তিনি বলেন, সে আমার সন্তানদের প্রতি কোন ক্ষমা প্রদর্শন করেনি, তবে আমার সন্তানরা তাকে ভালবাসতো, আমি আমার পক্ষ থেকে নয় সন্তানদের পক্ষ থেকে তার প্রাণ রক্ষার অনুরোধ জানাচ্ছি।
×