ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউস ছাড়ছেন সারাহ স্যান্ডার্স

প্রকাশিত: ০৯:০৩, ১৫ জুন ২০১৯

 হোয়াইট হাউস  ছাড়ছেন  সারাহ স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জানিয়েছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকেবি স্যান্ডার্স (৩৬) তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে হোয়াইট হাউসের নতুন মুখপাত্র কে হচ্ছে সে বিষয়ে কোন ইঙ্গিত দেননি তিনি। ২০১৭ সালের জুলাইয়ে শন স্পাইসারের স্থলাভিষিক্ত হওয়ার আগে সারাহ হোয়াইট হাউসে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্প প্রশাসনে কাজ শুরু করেছিলেন। বিবিসি। ট্রাম্প বলেছেন, তার মুখপাত্র জুনের শেষে নিজের অঙ্গরাজ্য আরকানসোতে ফিরে যাবেন। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প গত দুই বছর ধরে তার মুখপাত্রের দায়িত্ব সামলানো সারাহকে ‘লড়াকু’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি প্রেস সেক্রেটারিকে ‘বিশেষ ব্যক্তি ও চমৎকার নারী’ হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন, সে লড়াকু, আমরা সবাই লড়াকু। আমাদের লড়াকু হতে হবে। পাল্টা বক্তব্যে ট্রাম্প ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সারাহ। তিনি বলেন, এটা এমন কিছু, যা আমি সারাজীবন ধরে আগলে রাখব। ট্রাম্পের প্রতি বিশ্বস্ত ও প্রেসিডেন্টের পক্ষে দৃঢ় অবস্থান নেয়া অব্যাহত রাখবেন বলেও আশ্বাস দিয়েছেন সারাহ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি থাকাকালে সারাহ স্যান্ডার্সের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মেয়াদকালে সাংবাদিকদের মুখোমুখিও তিনি কম হয়েছেন বলে জানিয়েছে আমেরিকান প্রেসিডেন্টি প্রজেক্ট। স্যান্ডার্স সর্বশেষ সংবাদ সম্মেলন করেছেন ১১ মার্চ। ঈশ্বর ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চেয়েছেন মন্তব্যের জন্য বিখ্যাত স্যান্ডার্স। তার বিদায়ের ঘোষণা আসারও তিনমাস আগে। ট্রাম্পের মতো এ নারীও গণমাধ্যমের ভুয়া সংবাদ নিয়ে উচ্চকিত ছিলেন।
×