ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলকাতা এবং ইতালিতে শুটিং করবে টিম ‘বনি’

প্রকাশিত: ০২:০৭, ১৪ জুন ২০১৯

কলকাতা এবং ইতালিতে শুটিং করবে টিম ‘বনি’

অনলাইন ডেস্ক ॥ এক বাঙালি দম্পতি। মিলানে থাকেন। সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে আপাত সুখের সংসার। কিন্তু ছেলের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেন দম্পতি। তাঁদের মনে হয়, ছেলের বোধহয় কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘বনি’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে আগামী ১৭ জুন থেকে এই ছবির শুটিং শুরু করবেন পরমব্রত। হঠাত্ শীর্ষেন্দুবাবুর এই লেখাটিই ছবির বিষয় হিসেবে বেছে নিলেন কেন? পরমব্রত বললেন, ‘‘পৃথিবীতে আপাতদৃষ্টিতে অনেক রকম সঙ্কট দেখছি আমরা। বড় করে ভাবলে সবচেয়ে বড় সঙ্কট বোধহয়, মানুষ আর মানুষ থাকছে না। এটা বিভিন্ন চেহারায় বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি। কখনও রাজনীতিতে দেখছি। মানুষ আর মানুষ থাকবে কিনা, এই বিষয়টা কল্পবিজ্ঞানের মাধ্যমে আন্তর্জাতিক সিনেমায় বলার চেষ্টা হচ্ছে দেখছি। এটা কিন্তু মানবিক সঙ্কট। আমার মনে হল বাংলাতেও এই ধরনের বিষয় আছে। আমরা শুধু পারিবারিক সমস্যার মধ্যে আটকে থাকি। সেটা ভালই। কিন্তু ১৯৯০ সালে শীর্ষেন্দুবাবুর এই লেখা সময়েরও আগের। সায়েন্স ফিকশন থ্রিলার হিসেবে প্রেজেন্ট করলে সঙ্কটের কথাও বলা যাবে। আবার সায়েন্স ফিকশনও হবে।’’ এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। পরমব্রত জানালেন, কোয়েলের সঙ্গে তিনটে ছবিতে অভিনয় করেছেন তিনি। নায়িকাকে পরিচালনা করার ইচ্ছে অনেক দিনের। এ ছাড়াও অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক এবং কিছু বিদেশি অভিনেতার অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ছবিটি। গল্পে আমেরিকায় জন্ম নেওয়া এক বাঙালি বিজ্ঞানী এবং এক বাঙালি চাকুরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী ১৭জুন থেকে শুরু হবে শুটিং। কলকাতা এবং ইতালিতে শুটিং করবে টিম ‘বনি’। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×