ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১০:১০, ১৪ জুন ২০১৯

  ঝলক

কুকুর ভেবে ভালুক ছানা পোষায়... বাড়িতে ভালুকছানাকে আটকে রাখার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ার এক কণ্ঠশিল্পীকে আটক করেছে দেশটির পুলিশ। তবে জারিথ সোফিয়া ইয়াসিন নামে ওই কণ্ঠশিল্পীর দাবি, তিনি জানতেন না সেটি ভাল্লুকছানা, কুকুর ভেবে বাসায় রেখেছিলেন। এক সাক্ষাতকারে সোফিয়া জানিয়েছেন, সপ্তাহ দুয়েক আগে তিনি ভাল্লুকছানাটিকে রাস্তায় কুড়িয়ে পান। যত্ন-আত্তির মাধ্যমে সুস্থ করে তোলার জন্যই সেটিকে বাসায় নিয়ে গিয়েছিলেন। আইনভঙ্গ করার ইচ্ছা নেই জানিয়ে রিয়েলিটি শো রকানোভার সাবেক এ প্রতিযোগী বলেন, আমি জানি, ভাল্লুকছানা পোষা যায় না। আমি শুধু এটাকে বাঁচাতে চেয়েছিলাম, বন্দি রাখার উদ্দেশ্য ছিল না। ২৭ বছর বয়সী এ কণ্ঠশিল্পী আদর করে ভাল্লুকছানাটির নাম রেখেছেন ব্রুনো। সুস্থ হলেই এটাকে চিড়িয়াখানায় পৌঁছে দিতেন বলেও জানান তিনি। কুয়ালালামপুরে সোফিয়ার বাসায় অভিযান চালায় ওয়াইল্ড লাইফ এ্যান্ড ন্যাশনাল পার্কস পেনিনসুলার মালয়েশিয়া। ওই বাসার জানালা দিয়ে একটি ভাল্লুকছানা দেখতে পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ অভিযান চালানো হয়। ভিডিও প্রচারের পর এ কণ্ঠশিল্পীর বিরুদ্ধে অবৈধভাবে বন্যপ্রাণি বন্দী ও বিক্রির অভিযোগ তুলেছেন অনেকেই। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। -এশিয়া ওয়ান ‘হালাল’ নাইটক্লাব কট্টরপন্থী সৌদি সংস্কৃতিতে নানা পরিবর্তন এসেছে। নিজের চিরচেনা খোলস থেকে বেরিয়ে আসছে তারা। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া, সিনেমা হল নির্মাণ, মাঠে বসে নারীদের খেলা দেখার অনুমতিসহ অনেক কিছুতেই পরিবর্তন এনেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এবার জেদ্দায় ‘হালাল’ নাইটক্লাব খুলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই কট্টরপন্থী দেশটি। এ্যাডমাইন্ড হসপিটালিটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইটক্লাব হোয়াইটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়। এতে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ থাকবে। এই হালাল নাইটক্লাবে ওয়াটারফ্রন্ট থাকবে, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্সিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করা যাবে এখানে। এই নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর। নারী পুরুষ সবার জন্য ড্যান্সে এটা উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যাবে। তবে এই নাইটক্লাবে মদ পাওয়া যাবে না। কারণ সৌদিতে মদ কেনাবেচা অবৈধ। কেউ যদি মদ কেনাবেচা করে তবে তাকে শাস্তি পেতে হয়।-ইয়াহু নিউজ
×