ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ১০:০৯, ১৪ জুন ২০১৯

 উবাচ

ছোট ভাই! স্টাফ রিপোর্টার ॥ নয়া পল্টনের আবাসিক প্রতিনিধি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেন। ঈদের ঠিক দু’দিন আগে এই ধাক্কা সইতে পারেনি ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা রিজভীকে শিক্ষা দিতে বিএনপি অফিসে বিদ্যুত বিচ্ছিন্ন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। ভেতরে অসুস্থ রিজভী বাইরে চিকিৎসক এসেও ফিরে গেছেন। বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা রিজভীকে দেখতে গেলে এক ঘণ্টার জন্য বিদ্যুত দেয়া হয়েছিল। আবার সব বন্ধ। এ বিষয়ে রিজভী একটি সংবাদ মাধ্যমকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাকে দেখতে আসতে পারছেন না। কারণ আমার ছোট ভাইদের কারণে অফিসে তারা ঢুকতে পারছেন না। এখানে থেকে টেলিফোনে ডাক্তারের সঙ্গে কথা বলে সব কিছু করা হচ্ছে। রাজনৈতিক কাক! স্টাফ রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতার উচ্ছিষ্টভোগীদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির যারা সিনিয়র নেতা তারা সবাই রাজনীতির কাক। কারণ এরা সবাই আগে অন্যদল করতেন। তিনি বলেন, বিএনপি দাবি করে, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। এগুলোর সঙ্গে তো বিএনপির কোন দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু তারা এ দিবসগুলো পালন করে না কেন? তারা ছয় দফা দিবস পালন করে না কেন? তারা ৭ মার্চ পালন করে না কেন? করে না, কারণ তারা প্রকৃতপক্ষে পাকিস্তানী ভাবধারায় বিশ্বাস করে। এবং তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আদৌ কতটুকু বিশ্বাস করে সেই প্রশ্নই জাগে। ধরা কঠিন! স্টাফ রিপোর্টার ॥ পলাতক ওসি মোয়াজ্জেম হোসেন। পালিয়ে থাকার কারণে দেশের মানুষ এই লোকের নাম জানেন। তিনি ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ তাদের দেয়া প্রতিবেদনে মোয়াজ্জেম হোসেনের দায় ছিল বলে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে মামলা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তিনি এত কিছুর পরও কেন ধরা ছোঁয়ার বাইরে এমন প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। সংবাদ মাধ্যমের কল্যাণে মোয়াজ্জেম হোসেনের চেহারা সকলের মনে গেঁথে গেছে। চাইলেও ওসি মোয়াজ্জেম হোসেনের পালিয়ে থাকা কঠিন। তারপরও তিনি কেন ধরা পড়ছেন না। দেশে আলোড়ন তোলা মাদ্রাসা ছাত্রী নুসরত হত্যা মামলার ইন্দনদাতা এই ওসিকে ধরাই সম্ভব হচ্ছে না তাহলে বিচার কি করা কি আদৌ সম্ভব হবে! যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পালিয়ে গেলে ধরা তো কঠিন। সময় লাগে। তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস। কোন শৈথিল্য দেখানো হবে না।
×