ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় বই বিক্রি

ইউএনওর সই ও সিল জালিয়াতির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৯:২৭, ১৪ জুন ২০১৯

 ইউএনওর সই ও  সিল জালিয়াতির  অভিযোগ শিক্ষা  অফিসারের  বিরুদ্ধে ॥  তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় বাজারে বিক্রির সময় বিপুল পরিমাণ সরকারী পাঠ্যবই আটক করার ঘটনায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগ উঠেছে শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের বিরুদ্ধে। আর এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে আটক বই উদ্ধারের ঘটনাস্থলে এসে সিল ও স্বাক্ষর জাল করার বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর ও সিল জালিয়াতি করে রাতের আঁধারে পিকআপ ভর্তি সরকারী বই বিক্রির ঘটনার তদন্তে জেলা শিক্ষা অফিসার তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় তিন কুইন্টাল ৪শ’ কেজি পাঠ্যবই মঙ্গলবার রাতে জেলার কালিগঞ্জের মৌতলার একটি ভাংড়ি ব্যবসায়ীর দোকানে বিক্রি করতে আনার পর জনতা বইগুলো আটক করে। জিজ্ঞাসাবাদে বিক্রেতা শামীম জানায় যে, শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরম হোসেন তার কাছে ওই বই বিক্রি করেছেন। পিকআপে ২০১৪ থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্তরের সরকারী সকল পর্যায়ের বই রয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল তদন্তে এসে জানান, ২০১৫ সালের অব্যবহৃত/ব্যবহৃত উপজেলার মাধ্যমিক স্তরের সকল প্রকার সরকারী বই বিক্রি করে দেয়ার জন্য একটি রেজুলেশনে তিনি গত ১০ জুন স্বাক্ষর করেন।
×