ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৫, ১৪ জুন ২০১৯

 কেরানীগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট  হয়ে মা-ছেলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৩ জুন ॥ কেরানীগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শাক্তা ইউনিয়নের বামনশুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফেরদৌসি বেগম (৪০), তার ছেলের নাম ফাহাত হোসেন (২৩)। ফাহাত রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের স্নাতকের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন বাবা খোরশেদ আলম। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা যায়, বামনশুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী খোরশেদ আলম ও তার স্ত্রী ফেরদৌসি বেগম বৃহস্পতিবার সকালে বাড়ির শোয়ার ঘরে অবস্থান করছিলেন। এই দম্পতির জমজ সন্তান ফাহাত ও ফাহিম বাড়ির অন্য দুই ঘরে ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম টেবিল ফ্যান বন্ধ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। এসময় তিনি জ্ঞান হারান। পাশে থাকা তার স্ত্রীও টেবিল ফ্যানের সুইচে হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। গাজীপুরে পিতা-পুত্র স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কাপাসিয়ায় বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে বাঁশের খুঁটিতে টেলিভিশনের এ্যান্টিনা লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে পিতা ও পুত্র নিহত হয়েছে। তারা হলো গাজীপুরের উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামের এমারত হোসেন (৪৫) ও তার ছেলে সেলিম (২১)। জানা গেছে, কাপাসিয়া উপজেলার কালডাইয়া গ্রামে ডিশ সংযোগ না থাকায় বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য বুধবার বিকেলে এমারত হোসেন ও তার ছেলে সেলিম একটি কাঁচা বাঁশের খুঁটির মাথায় এ্যান্টিনা বেঁধে মাটিতে পোঁতার চেষ্টা করছিলেন। কিন্তু বাঁশটি কাত হয়ে পাশর্^বর্তী বিদ্যুত লাইনের ওপর গিয়ে পড়ে। এ সময় কাঁচা বাঁশ বিদ্যুতায়িত হলে তারা দু’জনই বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সেবা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা ও পুত্রকে মৃত ঘোষণা করেন। বি’বাড়িয়ায় নারী ও পুরুষ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, পৃথক ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আশুগঞ্জ ও নবীনগরে এ ঘটনা ঘটে। দুপুরে আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে বসত ঘরের মোটরপাম্পের কাজ করতে গিয়ে রেহান উদ্দিন (৫০) বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অপরদিকে সকালে আলীয়াবাদ গ্রামে ঘরের ময়লা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শাহানা বেগমের (৫০) মৃত্যু হয়। চরফ্যাশনে ভ্যানচালক নিজস্ব সংবাদদতা চরফ্যাশন থেকে জানান, ভোলার চরফ্যাশনের আমিনাবাদ রহমান মেম্বার বাড়িতে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হাসেম মোল্লা (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
×