ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে চাঁদা না পেয়ে দোকানিদের মারধর ॥ লুট ও ভাংচুর

প্রকাশিত: ০৯:২৪, ১৪ জুন ২০১৯

 রূপগঞ্জে চাঁদা না পেয়ে দোকানিদের মারধর ॥  লুট ও ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৩ জুন ॥ রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা জসিম উদ্দিন নামে এক মুদি মনোহরী দোকানিকে পিটিয়ে আহত করার পর ফের ওই ব্যবসায়ীর তিন ছেলেকে চাঁদাবাজরা পিটিয়ে ও মাথা ফাটিয়ে আহত করেছে। ব্যবসায়ীর মালামালসহ পুরো দোকানঘর ভেঙ্গে দেয় তারা। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা এলাকার এওয়ান পোলার গার্মেন্টেসের সামনে ফের এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, তিনি উপজেলার ভুলতা এলাকায় এওয়ান পোলার গার্মেন্টেসের সামনে জসিম স্টোর নামে একটি স্টেশনারি দোকান দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছে। উপজেলার টেক বলাইখা এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ বাবু, কেল্লা রাসেল, মামুন, ফেন্সি কামাল বেশ কিছুদিন ধরে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেলে তারা তাকে শান্তিমতো ব্যবসা করতে দিবে না বলে হুমকি ধামকি দেয়। গত বুধবার দুপুরে ওই চাঁদাবাজরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জসিম উদ্দিনের দোকানে প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা জসিম উদ্দিনের দোকানে হামলা ভাংচুর ও ৩৫ হাজার টাকা লুট করে নেয়।
×