ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৬ অজগর ছানার জন্ম

প্রকাশিত: ০৯:২৩, ১৪ জুন ২০১৯

 ২৬ অজগর ছানার জন্ম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে ডিম ফুটে জন্ম নিল ২৬ অজগর ছানা। দেশের কোন চিড়িয়াখানায় এই প্রথমবারের মতো কৃত্রিম পরিবেশে অজগরের বাচ্চা ফোটানো হলো। বৃহস্পতিবার জন্ম হয়েছে ছানাগুলোর। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ শাহাদাত হোসেন জানান, প্রায় দু’মাস আগে ৩৫টি ডিম পেড়েছিল একটি অজগর। প্রথমে মায়ের কাছেই ছিল ডিমগুলো। কিন্তু অত্যধিক গরমের ফলে ডিম নষ্ট হওয়ার উপক্রম হলে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ইনকিউবেটরে রাখা হয় ডিমগুলো। ষাটদিন পর ২৬টি ডিম ফুটে জন্ম হয়েছে অজগর ছানা। জন্মের পরও সেগুলোকে কৃত্রিম পরিবেশে রাখা হয়েছে। সেখানেই তাদের উপযোগী খাওয়া দেয়া হবে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পনেরো দিন পর এরা চামড়া বদল করবে। প্রাকৃতিক পরিবেশে বসবাস করার মতো হলে তাদের বনে অবমুক্ত করা হবে।
×