ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:২২, ১৪ জুন ২০১৯

 নাটোরে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে  হত্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ জুন ॥ গুরুদাসপুরে স্বামী পরিত্যক্ত নারী সফুরা খাতুন হত্যা মামলার সাক্ষী জালাল উদ্দিনকে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকালে উপজেলার যোগিন্দ্রনগর বাজারের কাছে প্রতিপক্ষ জালাল উদ্দিনকে কুপিয়ে ডান হাত ও পায়ের রগ কেটে দিলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। জালাল উদ্দিন উপজেলার যোগিন্দ্রনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, ২০১৩ সালের ১৩ মে উপজেলার যোগিন্দ্রনগর গ্রামের সফুরা নামে স্বামী পরিত্যক্ত একটি নারীকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত সফুরার ভাই বাদী হয়ে সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। মামলায় জালাল উদ্দিনকে প্রধান সাক্ষী করা হয়। ওই মামলায় জালাল বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথে যোগিন্দ্রনগর বাজারের কাছে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে। এ সময় প্রতিপক্ষ জালাল উদ্দিনের ডান হাত কেটে নেয় এবং বাম হাতসহ পা কেটে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যশোরে যুবক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে যশোর শহরে ফেরদৌস (২০) নামে এক যুবক খুন হয়েছেন। নিহতের স্বজনদের দাবি, মেয়েলি ঘটনায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের মামা রাব্বী ও বন্ধু জনি জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোর শহরের হাজারিগেট সন্যাসী দিঘিরপাড় এলাকার আমবাগানে একটি মেয়েলি ঘটনায় সাব্বির নামে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাব্বিরসহ তিনজন ফেরদৌসকে মারপিট এবং তার মলদ্বারের দুস্থানে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রুবেল আহমেদ বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। বাউফলে নারী ও পুরুষের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, বগা লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত দুই নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় খবর পেয়ে বাউফল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, অজ্ঞাত ওই নারীর বয়স ৩০-৩২ বছর হবে। তাকে পেট কাটা অবস্থায় পাওয়া গেছে। তিনি জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্ত করতে তার ছবি জেলার সকল থানাসহ মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো হয়েছে। মাদারীপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, বৃহস্পতিবার সকালে আড়িয়াল খাঁ নদী থেকে সোবাহান মাতুব্বর (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাজারহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোবাহান একই ইউনিয়নের মিরাকান্দি গ্রামের শফিক উদ্দিন মাতুব্বরের ছেলে। জানা গেছে, সোবাহান মাতুব্বর পেশায় একজন কৃষক। বুধবার রাত ৮টার দিকে একটি নৌকা করে তিনি মাছ ধরতে আড়িয়াল খাঁ নদীতে নামে। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
×